১৮ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রস্তুতি ও সিলেবাস
১৮ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রস্তুতি সংক্রান্ত সকল তথ্য নিয়ে আজকের আর্টিকেল সাজানো হয়েছে। আপনারা যারা ১৮ তম শিক্ষক নিবন্ধন সম্পর্কে জানতে চান তাদের জন্য আজকের আমাদের এই আর্টিকেল অত্যন্ত গুরুত্বপূর্ণ। কথা না বাড়িয়ে জেনে নেয়া যাক ১৮ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রস্তুতি এবং অন্যান্য তথ্য সম্পর্কে।
১৮ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা প্রস্তুতি ২০২৩
বেসরকারি শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষ সারাদেশে প্রায় ৩৬ হাজার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিবন্ধনের মাধ্যমে শিক্ষক নিয়োগ দেয়া হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে করে দেশের নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক, কলেজ, মাদ্রাসা এবং কারিগরি সহ। এই সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যোগ্যতা সম্পন্ন শিক্ষক নিয়োগ প্রয়োজন। যে কারণে ২০০৫ সাল থেকে সরকার কর্তৃক এনটিআরসিএ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে যোগ্যতা সম্পন্ন শিক্ষক নিয়োগের জন্য নিবন্ধন পরীক্ষা চালু করা হয়েছে। ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রস্তুতি সংক্রান্ত আরো অন্যান্য তথ্য নিম্নে উল্লেখ করা হলো।
১৮ তম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষার সিলেবাস১৮তম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা অনেকেই দেবেন। অনেকেই সম্পূর্ণ সিলেবাস সম্পর্কে জানেন না। ১৮ তম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষার সিলেবাস নিম্নে উল্লেখ করা হলো। আপনারা এই সিলেবাস অনুযায়ী ভালোভাবে পড়াশোনা করে শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিতে পারেন।
১৮ তম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা চারটি সাবজেক্ট এর ওপর হবে। বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান। চলুন জেনে নেই কোন সাবজেক্টের সিলেবাস কতটুকু।
১৮ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বাংলা সিলেবাস
শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য বাংলা যে সকল টপিকগুলো পড়তে হবে তা হলঃ-
- ভাষারীতি ও বিরাম চিহ্নের ব্যবহার।
- বাগধারা ও বাগবিধি।
- কারক ও বিভক্তি।
- সন্ধি বিচ্ছেদ।
- ভুল সংশোধন বা শুদ্ধকরণ।
- সমাস ও পত্যয়।
- যথার্থ অনুবাদ।
- লিঙ্গ পরিবর্তন।
- সমার্থক এবং বিপরীত শব্দ।
- বাক্য সংকোচন।
১৮ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ইংরেজি সিলেবাস
১৮ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য ইংরেজি কমন পাওয়ার জন্য যে সকল টপিকগুলো পড়বেন তা হলঃ-
- Completing sentence.
- Translation from Bangla to English.
- change of parts of space.
- Right forms of verb.
- Fill in the blanks with the appropriate word.
- Transformation of sentence.
- Synonyms and antonyms.
- Idomains and phrase.
ইংরেজি পরীক্ষার ভালো করার জন্য আপনাদের এই সকল টপিকগুলো পড়তে হবে এবং তার পাশাপাশি এগুলোর ও প্রস্তুতি নিতে হবে। Eros in composition, identify appropriate title from history or article, uses of article, appropriate preposition.
১৮ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার গণিত সিলেবাস
নিবন্ধন পরীক্ষায় ভালো করার জন্য গণিতের যে সকল বিষয়গুলো পড়বেন অর্থাৎ যে সকল টপিকগুলো পড়বেন তা হলঃ-
- পাটি গণিতঃ- গড়, লসাগু, গসাগু, ঐকিক নিয়ম, অনুপাত ও সমানুপাত, লাভ ও ক্ষতি, শতকরা।
- বীজগণিতঃ-উৎপাদকে বিশ্লেষণ, বাস্তব সংখ্যা, বর্গ ও ঘন সম্বলিত সূত্রাবলী প্রয়োগ, শোষক ও লগারিদম সূত্রপাত, অর্থাৎ আপনারা ক্লাস টেনের বই পড়তে পারেন খুবই উপকারে আসবে।
- জ্যামিতিঃ- রেখা, কোন, ত্রিভুজ, চতুর্ভুজ, ক্ষেত্রফল, বৃত্ত, এগুলো নিয়ম ও প্রয়োগ।
১৮ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার সাধারণ জ্ঞান সিলেবাস
শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য সাধারণ জ্ঞান এর যে সকল টপিক গুলো পড়বেন তা হলঃ-
প্রথমত আপনারা ৩০ থেকে ৪৫ তম বিসিএস পর্যন্ত সকল প্রশ্ন সমাধান করতে পারেন বিস্তারিত সহ। তাছাড়া বাংলাদেশ সম্পর্কিত বিষয়।
- আন্তর্জাতিক বিষয় বলি।
- সাম্প্রতিক ঘটনা।
- বিজ্ঞান, প্রযুক্তি, পরিবেশ, রোগ ব্যাধি সম্পর্কে।
- বাংলাদেশের ভূ-প্রাকৃতিক ও জলবায়ু, শিক্ষা, ইতিহাস, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, সভ্যতা ও সংস্কৃতি, বিখ্যাত স্থান, বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা, রাষ্ট্রীয় ব্যবস্থা, অর্থনীতি, বিভিন্ন সম্পদ, জাতীয় দিবস ইত্যাদি।
- আন্তর্জাতিক বিষয় বলি, বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠান, অর্থনৈতিক সংস্থা, দেশ পরিচিতি, মুদ্রা, জলবায়ু পরিবর্তন, দুর্যোগ, আন্তর্জাতিক দিবস, পুরস্কার, সম্মাননা, খেলাধুলা ইত্যাদি।
- চিকিৎসা, পদার্থ রসায়ন ও জীববিজ্ঞান সম্পর্কিত কিছু তথ্য, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, সাধারণ রোগব্যাধি ও পরিবেশ সংক্রান্ত।
আরো জানতে ভিজিট করুন
১৮ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার মানবন্টন
আমরা জানি চারটি বিষয়ের উপর ১৮ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা অনুষ্ঠিত হবে। বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান। চলুন জেনে নেই মানবন্টন সম্পর্কে।
বাংলা
- বাংলাতে ২৫ টি প্রশ্ন থাকবে। প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য ১ মার্ক দেওয়া হবে।
ইংরেজি
- ইংরেজিতে ও ২৫ টি প্রশ্ন থাকবে। প্রতিটি প্রশ্নের জন্য ১ টি করে মার্ক নির্ধারণ করা হয়েছে।
গণিত
- গণিতে ও ২৫ মার্ক এর পরীক্ষা হবে। প্রতিটি প্রশ্নের জন্য একটি ্কনির্ধারণ করা হয়েছে।
সাধারণ জ্ঞান
- সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন হবে ২৫ টি। এখানেও প্রতিটি প্রশ্নের জন্য একটি করে মার্ক নির্ধারণ করা হয়েছে।
এই মোট চার বিষয় মিলে পরীক্ষা হবে ১০০ মার্কের। এর মধ্যে ৪০ মার্ক পেয়ে পাশ করতে হবে। এখানে আলাদাভাবে প্রতিটি সাবজেক্টে পাশ করার প্রয়োজন নেই। চারটি বিষয় মিলে ৪০ মার্ক পেলে পাশ বলে গণ্য হবে। আপনি যদি ইংরেজিতে এক মার্ক ও না পান তবুও অন্যান্য সাবজেক্ট মিলে যদি চল্লিশের বেশি পান তবে আপনি পাস করবেন।
১৮ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রস্তুতি কিভাবে নেবেন
আপনারা অনেকেই রয়েছেন যারা ১৮ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন। অনেকে অনেক রকম ভাবে প্রস্তুতি নিতে পারেন। ১৮ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় প্রস্তুতি কিভাবে নেবেন তা নিয়ে নিম্নে আলোচনা করা হলো।
আমরা জানি শিক্ষক নিবন্ধন পরীক্ষা তিনটি স্টেপে হয়ে থাকে। এগুলো আমাদের সকলের জানার কথা। যেমন,
(১) প্রিলিমিনারি আর প্রিলিমিনারি পরীক্ষা হয়ে থাকে ১০০ মার্কের। প্রিলিমিনারিতে ৪০ র্মাকে পাস।
(২) লিখিত, লিখিত পরীক্ষা হবে ১০০ মার্ক এর।
(৩) ভাইভা, আর ভাইভা পরীক্ষা হবে ২০ মার্কের।
(২) লিখিত, লিখিত পরীক্ষা হবে ১০০ মার্ক এর।
(৩) ভাইভা, আর ভাইভা পরীক্ষা হবে ২০ মার্কের।
- ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য আপনারা দশম থেকে ৪৫ তম পর্যন্ত বিসিএস এর প্রশ্ন ব্যাংক সলিউশন করতে পারেন।
- বিসিএস প্রস্ন ব্যাংক পড়ার পাশাপাশি আপনারা প্রফেসর প্রিলিমিনারি শিক্ষক নিবন্ধন গাইড পড়বেন। অবশ্যই ব্যাখ্যা সহ পড়বেন।
- প্রফেসর প্রিলিমিনারি শিক্ষক নিবন্ধন গাইড এ প্রথম দিকে সিলেবাস দেওয়া আছে আপনারা সেই সিলেবাস অনুযায়ী পড়তে পারেন। সে ক্ষেত্রে আপনাদের নিবন্ধন পরীক্ষার প্রস্তুতি ভালো হবে।
- এগুলো আপনার পড়া শেষ হয়ে গেলে আর ডিটেলসে অন্য বই থেকে অথবা বোর্ড বইগুলো থেকে বেশ কিছু তথ্য পড়তে পারেন। যেগুলো আপনাদের পরীক্ষা ভালো হতে সাহায্য করবে। মূলত এভাবে আপনারা পরীক্ষার প্রস্তুতি নেবেন।
১৮ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রস্তুতি নিতে কোন কোন বই পড়বেন
আপনার অনেকেই শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিতে আগ্রহী। আপনারা পরীক্ষার পূর্বে অনেকে জানতে চান কোন বই গুলো পড়া উচিত শিক্ষক নিবন্ধন প্রস্তুতি নিতে। আজকের আর্টিকেল মুলত ১৮ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়েছে বা সাজানো হয়েছে। চলুন জেনে নেই কোন কোন বইগুলো শিক্ষক নিবন্ধন পরীক্ষাতে পরলে ভালো পরীক্ষা হতে পারে।
প্রকৃতপক্ষে আমরা বলতে পারি শিক্ষক নিবন্ধনের জন্য একক কোন বই নেই। তবে আপনারা নিবন্ধন সহায়িকা প্রিলিমিনারি টেস্ট প্রফেসর সিরিজের এটি আপনারা পড়তে পারেন শুধুমাত্র প্রিলিমিনারি এর জন্য। এই বইটি আপনার মনোযোগ সহকারে পড়লে আপনার নিজে বুঝতে পারবেন আপনার কি কি পড়া উচিত। তখন আপনারা ব্যাখ্যা সহকারে সেই সকল টপিকগুলো পড়লেই ভালো পরীক্ষা দিতে পারবেন।
- বাংলার জন্য পড়তে হবে, জর্জ সিরিজের mp3 বাংলা ভাষা ও সাহিত্য। শুধু যেগুলো সিলেবাসে রয়েছে সেগুলো পড়বেন পুরো এমপিথ্রি পড়ার প্রয়োজন নেই। এবং তার পাশাপাশি নাইন টেনের বাংলা ব্যাকরণ পড়তে পারেন।
- ইংরেজি জন্য আপনারা নাইন টেন এর গ্রামার বই পড়তে পারেন। ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম অথবা ইংলিশ মাস্টার বই পড়তে পারেন। তবে যেগুলো সিলেবাসে দেওয়া আছে শুধুমাত্র সেগুলো পড়বেন।
- গণিতের জন্য আপনারা শাহিন স্ম্যাথ পড়তে পারেন। অথবা আপনার গণিতের জন্য ক্লাস নাইন টেন এর ম্যাথ করতে পারেন।
- জ্ঞানের জন্য আপনারা ৩০ তম বিশেষ থেকে ৪৫ তম বিসিএস পর্যন্ত ব্যাখ্যাসহ পড়তে পারেন। তবে আপনারা সাধারণ জ্ঞান কমন পাবেন। এছাড়া ও সরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিগত কয়েক বছরের প্রশ্নগুলো সমাধান করতে পারেন।